স্পোর্টস ডেস্ক
ঢাকা: শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টে ব্যাট করতে নেমেই মাইলফলক স্পর্শ করলেন লিটন কুমার দাস। দেশের ১০ম খেলোয়াড় হিসেবে ৫০তম টেস্ট খেলছেন তিনি।
টেস্ট ইতিহাসে ৫০ টেস্ট খেলা খেলোয়াড়ের সংখ্যা কিন্তু কম নয়। লিটনের আগে এই মাইলফলক ছুঁয়েছেন ৩২০ জন ক্রিকেটার। ১০০টি টেস্ট খেলেছেন এঁদের ৮১ জন। তবে বাংলাদেশ বলেই হয়তো ৫০তম টেস্ট খেলা নিয়ে একটু বাড়তি আগ্রহ।
শ্রীলংকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে গলে প্রথম ইনিংসে ৯০ রান করা লিটন কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৩৪ রানে। ক্যারিয়ারের ৫০তম টেস্টে এখন পর্যন্ত ৪টি সেঞ্চুরি ও ১৮ ফিফটি হাঁকিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
ওয়ানডে ৯৪ ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি আর ১২টি ফিফটির সাহায্যে ২ হাজার ৫৬৯ রান করেন লিটন দাস। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০১ ম্যাচে ১১টি ফিফটির সাহাযে লিটন দাস সংগ্রহ করেন ২ হাজার ১৬১ রান।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0