স্পোর্টস ডেস্ক
ঢাকা: গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে ম্যানচেস্টার সিটির কারণে বিভিন্ন ম্যাচ শুরু করতে বিলম্ব হয়েছে। এ জন্য ক্লাবটিকে ১.০৮ মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে প্রিমিয়ার লিগ। অঙ্কটা টাকায় রূপান্তর করলে দাঁড়াচ্ছে প্রায় ১৭ কোটি।
জরিমানার অর্থ পরিশোধে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে না পারলে নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে ইংলিশ লিগের সাবেক চ্যাম্পিয়নদের ওপর। ক্লাবটিকে শাস্তি প্রদান করার ইস্যুতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ম্যাচ শুরু কিংবা মাঝবিরতির পর ফের মাঠে আসার ক্ষেত্রে প্রতিযোগিতার আয়োজকরা সর্বোচ্চ পেশাদার মান বজায় রাখতে চায়, যা সমর্থক এবং প্রতিযোগী ক্লাবগুলোকেও সময়ের বিষয়ে সচেতন রাখবে। একই সঙ্গে ব্রডকাস্ট কর্তৃপক্ষের বিষয়গুলোও এখানে জড়িত। প্রিমিয়ার লিগের ম্যাচের জন্য নির্ধারিত সূচিও যেন ঠিক থাকে তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’
হতাশার মৌসুম শেষে ক্লাব বিশ্বকাপে ব্যস্ত সময় কাটাচ্ছে সিটিজেনরা। পেপ গার্দিওলা সদ্য সমাপ্ত মৌসুমের হতাশা ঝেড়ে ফেলতে গ্রীষ্মকালীন দলবদলে একাধিক ফুটবলারকে দলভুক্ত করেছেন। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ চলাকালেই এলো জরিমানার খবর।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0