Logo

জাপানে খুব শিগগির জনবল পাঠানো হবে: আসিফ নজরুল

খুব শিগগিরই জাপানে জনবল পাঠানো হবে। অন্যান্য দেশেও জনবল পাঠাতে আলোচনা চলছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ছবি সংগৃহীত

জেলা প্রতিনিধি

টাঙ্গাইল: খুব শিগগিরই জাপানে জনবল পাঠানো হবে। অন্যান্য দেশেও জনবল পাঠাতে আলোচনা চলছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার বিকালে টাঙ্গাইলের তিনটি টিটিসিতে (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু হয়েছে, তা দেশের ইতিহাসে প্রথম। এই দক্ষতা যদি শিক্ষার্থীরা অর্জন করতে পারে, তাহলে তারা বিদেশে গিয়ে ভালো মানের চাকরি পাবে।”

তিনি আরও বলেন, “বিদেশে থাকা অনেক প্রবাসী দেশে ফিরে ভালো চিকিৎসা সেবা পান না। তাই তাদের টাকায় দেশে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

আসিফ নজরুল বলেন, “সরকার প্রবাসীদের জন্য নানা সুবিধা চালু করেছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজে ঋণ দেওয়া হচ্ছে।”

এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রকৌশলী মো. সালাহ উদ্দিনসহ অনেকে।

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0