স্পোর্টস ডেস্ক
ঢাকা: পুরো গ্রীষ্মটা এখন পর্যন্ত সামনেই রয়েছে এমিলিয়ানো মার্টিনেজের। তবে প্রথম ধাক্কাটা তাকে খেতে হলো প্রাক মৌসুম শুরুর আগেই। ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার জন্য এমি মার্টিনেজের ব্যাপক আগ্রহ থাকলেও রেড ডেভিলরা এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছে না তাকে নিয়ে। সম্প্রতি এক খবরে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।
মূলত বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানার ক্লাব ছাড়তে না চাওয়ার কারণেই এমি মার্টিনেজের প্রতি আগ্রহ দেখাচ্ছে না ম্যান ইউনাইটেড। তবে ইউনাইটেড পিছিয়ে গেলেও এমিকে পাওয়ার দৌড়ে এগিয়ে এসেছে আরও একটি বড় ক্লাব।
দ্য টেলিগ্রাফের দাবি, স্প্যানিশ ক্লাব এথলেটিকো মাদ্রিদ যদি এই গ্রীষ্মেই গোলরক্ষকের সন্ধানে নামে তবে তারা অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষককে দলে নিতে প্রস্তুত। মার্টিনেজকে দলে টানার ব্যাপারে সৌদি প্রো লিগ বেশ আগ্রহী। তবে মার্টিনেজ এখনই ইউরোপ ছাড়তে চান না, আর সেই সুযোগটাই নিতে চায় এথলেটিকো মাদ্রিদ।
অ্যাটলেটিকো মাদ্রিদ মার্টিনেজের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি দীর্ঘদিনের গোলকিপার ইয়ান ওবলাক ক্লাব ছাড়েন, সেক্ষেত্রে মার্টিনেজের জন্য প্রস্তাব দিতে পারে তারা। ৩২ বছর বয়সী স্লোভেনিয়ান গোলকিপার ওবলাক বর্তমানে ক্লাব বিশ্বকাপে এথলেটিকোর হয়ে খেলছেন। তবে গেল কয়েক মৌসুম ধরেই নিয়মিতই তার দল ছাড়ার গুঞ্জন প্রকাশ্যে এসেছে। এবারও সেটাই সামনে এসেছে নতুন করে।
আর মার্টিনেজকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কিছু গুঞ্জন থাকলেও, আপাতত ক্লাবটি কোনো প্রস্তাব নিয়ে এগোচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে একাধিক ক্লাব এমিলিয়ানো মার্টিনেজ এবং অ্যাস্টন ভিলার আরও কয়েকজন খেলোয়াড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মনীতি মেনে চলতে গিয়ে ভিলা হয়তো কিছু খেলোয়াড় বিক্রি করতে বাধ্য হতে পারে। এর আগে গত জানুয়ারিতে কলম্বিয়ান ফরোয়ার্ড জোন ডুরানকে বিক্রি করেছে আল-নাসর ক্লাবে এবং গত গ্রীষ্মে মুসা দিয়াবিকে বিক্রি করেছে আল-ইত্তিহাদ ক্লাবে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0