Logo

বিদায় বেলায় বন্ধুত্বের হাত বাড়ালেন ম্যাথুজ

২০২৩ সালে দিল্লিতে সেদিন ভীষণ চটেছিলেন ম্যাথুজ বাংলাদেশি ক্রিকেটারদের ওপর। ক্ষোভ উগরে দিয়েছিলেন সংবাদ সম্মেলনে। তবে গতকাল সাংবাদিকদের সামনে ভীষণ শান্ত ম্যাথুজ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ষোলো বছর আগে যে মাঠে প্রথম টেস্ট ক্যাপ পরেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ, আজ সেখানেই কিনা ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন। বিদায় বেলায় অনেক স্মৃতির ভিড়ে উঠে এসেছে বাংলাদেশ এবং তার সঙ্গে বিশ্বকাপের সেই ‘টাইমড আউট’।

২০২৩ সালে দিল্লিতে সেদিন ভীষণ চটেছিলেন ম্যাথুজ বাংলাদেশি ক্রিকেটারদের ওপর। ক্ষোভ উগরে দিয়েছিলেন সংবাদ সম্মেলনে। তবে গতকাল সাংবাদিকদের সামনে ভীষণ শান্ত ম্যাথুজ। জানালেন ওই ঘটনায় তিনি ব্যথিত হয়েছিলেন, কিন্তু এখন আর তা মনে রাখতে চান না। বরং স্মরণ করলেন বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা।

‘খুব দুর্ভাগ্যজনক ছিল সেই ঘটনাটা। তারা আমার বন্ধু, তাদের বিপক্ষে আমার কোনো অনুযোগ নেই। ওই সময় মাঠে আমাদের কিছু বাক্য বিনিময় হয়েছিল, কিন্তু আমি ক্ষোভ ধরে রাখি না। ক্রিকেটের জন্য ক্ষোভ শব্দটা খারাপ। বাংলাদেশে আমি অনেক খেলেছি। শুধু আন্তর্জাতিক নয়, ঘরোয়া ক্রিকেটও খেলেছি সেখানে। খুব উপভোগ করেছি। ওরা সবাই আমার ভালো বন্ধু।’ দিল্লির সেই রাগ যেন গলে এসে গলে গেল ম্যাথুজের।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0