Logo

এমএলএসে টানা দ্বিতীয় বছর সর্বোচ্চ আয় মেসির

স্পোর্টিকো এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে ২০২৩ সালের মাঝামাঝি যে আড়াই বছরের চুক্তিতে সই করেছিলেন মেসি, তার পূর্ণ মেয়াদে আয় দাঁড়াতে পারে প্রায় ১৫০ মিলিয়ন ডলার (প্রায় ১,৮৪৫ কোটি টাকা)।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: মাঠে তার জাদু যেমন চলছেই, ঠিক তেমনই বেতন তালিকায়ও রাজত্ব করে চলছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় বছরেও সর্বোচ্চ আয় করা ফুটবলারের তকমা ধরে রেখেছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা।

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (MLSPA) সাম্প্রতিক তথ্যানুযায়ী, চলতি মৌসুমে মেসির নিশ্চিত বেতন ২০.৪৫ মিলিয়ন ডলার—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫১ কোটি টাকা (১ ডলার = ১২৩ টাকা হিসেবে)। এই পরিমাণ শুধুই তার খেলার পারিশ্রমিক, এর বাইরেও রয়েছে অ্যাডিডাসের সঙ্গে ব্যক্তিগত চুক্তি ও অ্যাপলের সঙ্গে এমএলএসের সম্প্রচার চুক্তির অংশ হিসেবে বিশেষ রাজস্ব ভাগাভাগি।

স্পোর্টিকো এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে ২০২৩ সালের মাঝামাঝি যে আড়াই বছরের চুক্তিতে সই করেছিলেন মেসি, তার পূর্ণ মেয়াদে আয় দাঁড়াতে পারে প্রায় ১৫০ মিলিয়ন ডলার (প্রায় ১,৮৪৫ কোটি টাকা)।

শীর্ষ পাঁচে কে কোথায়?

মেসির ঠিক পরেই রয়েছেন টরন্টো এফসি-র ইতালিয়ান ফরোয়ার্ড লোরেঞ্জো ইনসিনিয়ে, যার নিশ্চিত আয় ১৫.৪৪ মিলিয়ন ডলার (প্রায় ১৯০ কোটি টাকা)।

তৃতীয় স্থানে রয়েছেন মেসিরই সতীর্থ ও সাবেক বার্সা-সহযোগী সার্জিও বুসকেটস, যার আয় ৮.৫ মিলিয়ন ডলার (প্রায় ১০৪.৫ কোটি টাকা)। এরপর রয়েছেন আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন (৭.৮৭ মিলিয়ন ডলার) এবং সান দিয়েগোর চুকি লোজানো (৭.৬৩ মিলিয়ন ডলার)।

বেতনের দিক দিয়ে মায়ামিই সেরা

পুরো দল হিসেবেও সর্বোচ্চ বেতনভোগী দল ইন্টার মায়ামি। তাদের স্কোয়াডের মোট গ্যারান্টিড কম্পেনসেশন ৪৬.৮৪ মিলিয়ন ডলার (প্রায় ৫৭৬০ কোটি টাকা), যা আগের বছরের রেকর্ড থেকেও ৫ মিলিয়ন বেশি। তালিকার দ্বিতীয় স্থানে টরন্টো এফসি (৩৪.১৫ মিলিয়ন ডলার) এবং তৃতীয় স্থানে আটলান্টা ইউনাইটেড (২৭.৬৩ মিলিয়ন ডলার)।

বেতনের দিক থেকে সবচেয়ে পিছিয়ে সিএফ মন্ট্রিয়াল, যাদের খেলোয়াড়দের মোট আয় মাত্র ১১.৯৯ মিলিয়ন ডলার (প্রায় ১,৪৭৫ কোটি টাকা)। এরপর রয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন, রিয়াল সল্ট লেক, হিউস্টন ডায়নামো এবং মিনেসোটা ইউনাইটেড।

বাড়ছে এমএলএসের সামগ্রিক ব্যয়

পুরো লিগে গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ৬৪৯,১৯৯ ডলার, যা গত বছরের তুলনায় ৯.২২% বেশি। বর্তমানে লিগে এমন ১৩১ জন খেলোয়াড় আছেন যাদের আয় ১ মিলিয়ন ডলার বা তার বেশি, যেখানে আগের বছর সংখ্যাটা ছিল ১১৫ জন।

এমএলএস ও খেলোয়াড় ইউনিয়নের মধ্যে ২০২১ সালে হওয়া চুক্তির আওতায় এই আয় এবং কাঠামো চলবে ২০২৭ মৌসুম পর্যন্ত।

দলভিত্তিক সর্বোচ্চ আয় (শীর্ষ ৫):

১. ইন্টার মায়ামি – $৪৬.৮৪ মিলিয়ন

২. টরন্টো এফসি – $৩৪.১৫ মিলিয়ন

৩. আটলান্টা ইউনাইটেড – $২৭.৬৩ মিলিয়ন

৪. এফসি সিনসিনাটি – $২৩.১৮ মিলিয়ন

৫. এলএ গ্যালাক্সি – $২২.৮৭ মিলিয়ন

মাঠের পাশাপাশি আয়তেও রাজার আসনটা ধরে রেখেছেন মেসি। প্রশ্ন একটাই—এই রাজত্ব কি চলতে থাকবে আরও বহু বছর?

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0