স্পোর্টস ডেস্ক
ঢাকা: হার্ড রক স্টেডিয়ামে সোমবার ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপের তৃতীয় রাউন্ডে ইন্টার মায়ামির সঙ্গে পালমেইরাসের ২-২ গোলের ড্রয়ের ম্যাচে বিশেষ স্মৃতি নিয়ে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও। এই ম্যাচে তিনি জার্সি বদল করেছেন দুই ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে।
পালমেইরাসের এই প্রতিভাবান উইঙ্গার বয়সভিত্তিক দলে খেলার সময় ‘মেসিনহো’ নামে পরিচিত ছিলেন। কারণ ছোটবেলা থেকেই মেসিকে নিজের আদর্শ মানেন তিনি। প্রথমার্ধে যখন পালমেইরাস ১-০ গোলে পিছিয়ে, তখনই মাঠে মেসির সঙ্গে কথা বলেন এস্তেভাও বদলে নেন জার্সি।
ম্যাচ শেষে সুয়ারেজের সঙ্গেও জার্সি বদলে আরও একটি স্মরণীয় মুহূর্ত জমা হয় তার ফুটবল জীবনের ঝুলিতে।
আনন্দে ভাসতে থাকা এস্তেভাও ম্যাচ শেষে বলেন, “অবিশ্বাস্য, অসাধারণ! মেসি এমন একজন, যাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আমি ভিডিও গেমে ওর সঙ্গেও খেলি। আজ তার সঙ্গে একই মাঠে খেলতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “মেসি আমার আইডল, আমার রোল মডেল। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের দলগত সাহস ও নিবেদন। আমরা হাল ছাড়িনি, লড়াই করে ড্র করে প্রথম স্থান নিশ্চিত করেছি—এটাই ছিল আমাদের লক্ষ্য।”
ম্যাচ শেষে উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজও প্রশংসা করেছেন তরুণ এস্তেভাওয়ের, “তুলনা করাটা খুব কঠিন। প্রত্যেকের নিজস্ব পথ রয়েছে। তবে তার বয়স অনুযায়ী এমন বড় ম্যাচে খেলার মতো সাহসিকতা প্রশংসনীয়। ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা করি।”
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0