স্পোর্টস ডেস্ক
ঢাকা: আগামী মঙ্গলবার (১৭ জুন) থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ। এই দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। ফলে লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গত বৃহস্পতিবার এবং শুক্রবার দুই বহরে শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছায়। সেখানে ইতোমধ্যে প্রথমদিনের অনুশীলনও সেরেছে বাংলাদেশ।
শ্রীলঙ্কায় পৌঁছানোর পর গতকাল জিম সেশন এবং একটি ভলিবল ম্যাচ খেলেছে টাইগাররা। এরপর আজ (রোববার) গলে প্রথমবার অনুশীলনে নেমেছে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমরা। একে একে অনুশীলন মাঠে দেখা গেছে নাহিদ রানা, জাকের আলিদের। তবে অনুশীলনে দেখা যায়নি মেহেদী হাসান মিরাজকে।
করোনা সতর্কতায় অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে মিরাজকেও লঙ্কান বিমানবন্দরে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়
খোঁজ নিয়ে জানা গেছে, জ্বরের কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি মিরাজ। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে প্রথমবার জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব পান এই তারকা অলরাউন্ডার। টেস্ট সিরিজ শেষে ২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। সেটাই হবে মিরাজের অধিনায়কত্বের প্রথম পরীক্ষা।
এর আগে ১৭ জুন শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কলম্বোতে ২৫ জুন থেকে। দীর্ঘতম সংস্করণ শেষে জুলাইতে হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের তিন ম্যাচ হবে ফ্লাডলাইটের আলোয়। ১০ জুলাই পাল্লেকেলে, ১৩ জুলাই ডাম্বুলা এবং ১৬ জুলাই কলম্বোতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0