Logo

মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান হবে: ইশরাক হোসেন

দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ছবি সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারকে এ হুঁশিয়ারি দেন তিনি।

ইশরাক হোসেন বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও গড়িমসি করছে এই সরকার। আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর।

তিনি আরও বলেন, একজন মেয়রকে শপথ পড়াতে পারছে না তাহলে ভবিষ্যতে নির্বাচিত তিনশ’ সংসদ সদস্যকে কীভাবে এই সরকার শপথবাক্য পাঠ করাবেন!

আজ পূর্বঘোষণা অনুযায়ী নগর ভবনের মূল ফটকের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকের সমর্থকরা। গত ১৫ দিন ধরে ঢাকাবাসী ব্যানারে হওয়া এই আন্দোলন বৃষ্টি উপেক্ষা করেই চালিয়ে যান তারা।

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0