Logo

সাংবিধানিক কাউন্সিল গঠনে এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে: নাহিদ

যারা বিপক্ষে রয়েছেন, তাদের পক্ষ থেকে বিকল্প প্রস্তাব দেয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়ে কিছু দল পক্ষে আর কিছু দল বিপক্ষে। তবে যারা বিপক্ষে রয়েছেন, তাদের পক্ষ থেকে বিকল্প প্রস্তাব দেয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপের মধ্যাহ্নে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন প্রক্রিয়ায় এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে। কারণ বিগত দিনে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুদক ও মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয় করণ করা হয়েছে। বিতর্কিত করা হয়েছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। একতরফা নির্বাচনের বিষয়ে কমিশন সব সময় সাফাই গেয়ে গেছে। আর গুম-খুনে বন্ধে মানবাধিকার কমিশন কোনও ভূমিকা রাখেনি।

তিনি বলেন, আমরা চাই—এসব প্রতিষ্ঠানের নিয়োগে যেন সরকারের কোনও হস্তক্ষেপ না থাকা। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এসব প্রতিষ্ঠানকে স্বচ্ছ রাখতে হবে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0