Logo

নির্বাচন ভবনের প্রধান ফটক আটকে সিইসির পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ

দুপুরে পর থেকে এনসিপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। সিইসির পদত্যাগ ও স্থানীয় সরকার নির্বাচন চেয়ে স্লোগান দিচ্ছেন তারা।

বুধবার (২১ মে) দুপুর দেড়টায় পুলিশের ব্যারিকেড সরিয়ে রাস্তা থেকে প্রধান ফটক সংলগ্ন স্থানে বসে পড়েছেন তারা। এ সময় পুলিশ কোন বাধা দেয়নি।

আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না। দুপুরে পর থেকে এনসিপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। ধীরে ধীরে বাড়ছে উপস্থিতির হার।

বুধবার (২১মে) দুপুর সাড়ে ১১টায় শুরু হওয়া সমাবেশে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও থানা পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশ ঘিরে এখন পর্যন্ত কোনও সড়ক বন্ধ করার খবর পাওয়া যায় নি।

বাংলাফ্লো/আফি 

Leave a Comment

Comments 0