স্পোর্টস ডেস্ক
ঢাকা: কিছুতেই কিছু হচ্ছিল না। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটের জুটিটি বড় করেই যাচ্ছিলেন শ্রীলঙ্কার দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল। অবশেষে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা ১৯৪ রানের জুটি ভেঙেছেন নাঈম হাসান। দিনেশ চান্দিমালকে সেঞ্চুরিবঞ্চিত করেছেন ডানহাতি টাইগার স্পিনার।
এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ৭৬ ওভারের খেলা শেষে ২ উইকেটে ২৮২ রান। নিশাঙ্কা ১৪৩ আর প্রবাত জয়সুরিয়া ০ রানে অপরাজিত। লঙ্কানদের লিড এখন ৩৫ রানের।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। ২৪৭ রানে অলআউট হয় সফরকারীরা।
এরপর ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। প্রথম সেশনের বাকি সময়ে ২১ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনের শুরুতে লাহিরু উদারাকে (৬৫ বলে ৪০) ফেরান তাইজুল ইসলাম।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0