বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দলের প্রতীক হিসেবে শাপলা পাওয়া আশা প্রকাশ করেছেন এনসিপি(জাতীয় নাগরিক পার্টির)র আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) এসে দলটির নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘সব শর্ত পূরণ করে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন আবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। নিবন্ধন দ্রুত পাওয়ার আশা করে এনসিপি। প্রতীক হিসেবে শাপলা পাবে বলে আশা করে এনসিপি। প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা হয়েছে। শাপলা জাতীয় ফুল হলেও প্রতীক হিসেবে পেতে কোন বাধা নেই।’
সংস্কারের ওপর নির্ভর করেই এনসিপি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও জানান নাহিদ ইসলাম।
আত্মপ্রকাশের প্রায় চার মাস পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের নির্বাচন কমিশনে আবেদন করল এনসিপি। এর আগে, গত শুক্রবার দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন হয়।
সে সময় এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, দল হিসেবে নিবন্ধন পেতে প্রায় সব শর্তই পূরণ করেছে এনসিপি। আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র গোছানোর কাজও শেষ।
বিধি মোতাবেক নিবন্ধনের আবেদনের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আশা দেখছেন দলটির নেতাকর্মীরা। শাপলা ছাড়াও দলের প্রতীক হিসেবে কলম ও মোবাইল চেয়েছে এনসিপি।
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন সময় শেষ হচ্ছে আজ। এরপর আবেদনগুলো প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করবে ইসি।
রোববার পর্যন্ত ৪৯টি নিবন্ধনের আবেদন জমা পড়েছে বলে জানায় এসি।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0