বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের শেষ দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে। রবিবার (২২ জুন) দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও অসংখ্য নেতাকর্মী নিয়ে ইসিতে আবেদনপত্র জমা দেন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো দল নিবন্ধনের জন্য কেন্দ্রীয় কমিটি ও সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকা বাধ্যতামূলক। এছাড়া দলের অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় জেলা অফিস এবং কমপক্ষে ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় অফিস থাকতে হবে, যেখানে প্রতিটি অফিসে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত থাকতে হবে। পাশাপাশি দলের গঠনতন্ত্রেও কিছু নির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত থাকতে হয়।
এনসিপি ১ জুন থেকে ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠন করে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু করে। রবিবারের মধ্যে তারা দেশের ৩৩টি জেলা এবং ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে। এসব কমিটির মাধ্যমে পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0