বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। আট বছর পর আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হলো।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটিভ ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
উপাচার্য জানান, এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০ শতাংশের বেশি নম্বর, আর ৬৬ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০ শতাংশের নিচে।
স্নাতক (সম্মান) শ্রেণিতে মোট আসন রয়েছে ৪ লাখ ৪০ হাজার। যেসব শিক্ষার্থী সম্মান শ্রেণিতে ভর্তি হতে পারবেন না, তারা ডিগ্রি (পাস), কারিগরি ও অন্যান্য শাখায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
ফলাফল অনুযায়ী প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। এই শিক্ষার্থীরা আগামী শনিবার (২৮ জুন) থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর লুৎফর রহমান, প্রফেসর ড. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ফলাফল জানার পদ্ধতি
শিক্ষার্থীরা দুটি উপায়ে ফলাফল জানতে পারবেন—
অনলাইনে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে পিন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনে ক্লিক করে ফল দেখা যাবে। ফলাফল শিট ডাউনলোড বা প্রিন্ট করাও যাবে।
এসএমএসের মাধ্যমে: মোবাইল ফোনে NU<space>ATN<space>Roll Number লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতো। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ভর্তি শুরু হয়। আট বছর পর পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই শুরু হয়েছে।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0