Logo

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, ফিরলেন দুই তারকা পেসার

আইপিএলের কারণে পাকিস্তান সিরিজে না খেলা বেশ কিছু ক্রিকেটারও দলে ফিরেছেন। এর মধ্যে আছেন অধিনায়ক মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৫ সদস্যের এই দলে জায়গা করে নিয়েছেন দুই গতিতারকা অ্যাডাম মিলনে ও ম্যাট হেনরি।

গোড়ালিতে অস্ত্রোপচারের জন্য গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি মিলনে। চোট থেকে সুস্থ হয়ে গত নভেম্বরে ওয়ানডে দিয়ে জাতীয় দলে ফেরেন তিনি। ত্রিদেশীয় সিরিজ দিয়ে এবার টি-টোয়েন্টি দলেও ফিরলেন মিলনে।

চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন হেনরি। অবশেষে জাতীয় দলে ফিরলেন তিনিও।

আইপিএলের কারণে পাকিস্তান সিরিজে না খেলা বেশ কিছু ক্রিকেটারও দলে ফিরেছেন। এর মধ্যে আছেন অধিনায়ক মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র।

আগামী ১৪ জুলাই শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সবগুলো ম্যাচই হবে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট এবং ইশ সোধি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0