Logo

আগামীকাল থেকে মিলবে নতুন টাকা, পাওয়া যাবে যেসব ব্যাংকে

বাংলাদেশ ব্যাংক ১১টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে।

ছবি সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ ব্যাংক ১১টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। এসব নোট আজ ব্যাংকগুলোতে সরবরাহ শুরু হলেও সাধারণ গ্রাহকরা আগামীকাল (২ জুন) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

নতুন ২০, ৫০ ও ১,০০০ টাকার নোটগুলো সরবরাহ করা হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১,০০০ টাকার নতুন নোটের সামনের পাশে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে রয়েছে জাতীয় সংসদ ভবনের চিত্র।

এই নোটে রয়েছে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য।

৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’, যেখানে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। ২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি, আর এতে রয়েছে ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য।

প্রতিটি নোটেই জলছাপ হিসেবে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটের নিরাপত্তা ও বৈশিষ্ট্যে নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, কাল থেকে দেশজুড়ে এসব নতুন নোট গ্রাহকদের মাঝে বিতরণ শুরু হবে।

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0