স্পোর্টস ডেস্ক
ঢাকা: শুধু মাঠের পারফরম্যান্স নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানানো এক ব্যতিক্রমী উদ্যোগের কারণে এখন প্রশংসার জোয়ারে আশরাফ হাকিমি। ফিফা ক্লাব বিশ্বকাপে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে ম্যাচসেরা হওয়ার পর তার হাতে তুলে দেওয়া হয় একটি বিশেষভাবে পরিবর্তিত ট্রফি—যেখানে নেই কোনো অ্যালকোহল সম্পর্কিত স্পনসর প্রতিষ্ঠানের লোগো।
সিয়াটল সাউন্ডারসের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে ৬৭তম মিনিটে গোল করেন হাকিমি। সেই জয়ের পর ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন তিনি।
কিন্তু তার ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে আয়োজকরা ট্রফি ও ব্যাকড্রপ থেকে বাদ দেন অ্যালকোহল ব্র্যান্ডের লোগো।
আন্তর্জাতিক ফুটবলে মুসলিম খেলোয়াড়দের প্রতি সম্মান জানিয়ে এর আগেও এমন উদাহরণ দেখা গেছে। এর আগে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো, মিসরের আল আহলি এবং তিউনিসিয়ার এস্পেরঁস ডি তিউনিসের খেলোয়াড়দের জন্যও এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
প্রখ্যাত এক ফুটবল সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটিকে তুলে ধরে লেখেন, ‘এটি একটি সম্মানজনক এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি, যা আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
এই মৌসুমে পিএসজির জার্সিতে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন হাকিমি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে গোলসহ অ্যাস্টন ভিলা ও আর্সেনালের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচেও জাল খুঁজে পেয়েছিলেন তিনি।
মে মাসে পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি লিগ ওয়ানে ২০২৪–২৫ মৌসুমে সেরা আফ্রিকান ফুটবলারের পুরস্কারও জিতেছেন মরক্কোর এই ‘আটলাস লায়ন’ অধিনায়ক।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0