স্পোর্টস ডেস্ক
ঢাকা: এত বছর সাধনার পর চ্যাম্পিয়নস ট্রফি জয়! আনন্দ কি আর বাঁধ মানে? জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি।
শেষ বাঁশি বাজতেই পিএসজি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার তৈরি হয়। কেউ লাফাচ্ছিলেন, কেউ গান গাইছিলেন, কেউ পতাকা ওড়াচ্ছিলেন। অনেক দর্শক আবার ফাইনালের স্মৃতিচিহ্ন নিয়ে যেতেও ভুলেননি।
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল উপলক্ষে স্টেডিয়ামে ছিল কড়া নিরাপত্তা। কিন্তু শিরোপা জয়ের পর কোনো বাধাই পিএসজি সমর্থকদের আটকাতে পারেনি।
রয়টার্স জানিয়েছে, পিএসজি সমর্থকদের একটা অংশ অপেক্ষা করছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার জন্য। অনুষ্ঠান শেষ হতেই কয়েকশ পিএসজি সমর্থক ফেন্সিং টপকে মাঠে নেমে পড়েন। মিউনিখের পুলিশও তাদের খুব একটা বাধা দেওয়ার চেষ্টা করেনি। তাই দ্রুতই সমর্থকেরা মাঠের দখল নিয়ে নেয়।
পরিস্থিতি সামলাতে মাঠের একটা অংশে তাদের আটকে রাখে পুলিশ। কারণ অত মানুষকে মাঠ থেকে বের করে দেওয়া সম্ভব ছিল না।
এসময় সমর্থকদের অনেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্মারক সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। কেউ ছিঁড়ে নেন গোল পোস্টের জাল। কেউ ছিঁড়ে নেন মাঠের ঘাস।
আবার কেউ স্টেডিয়ামের মাটি পর্যন্ত নিয়ে যান স্মারক হিসেবে। তবে পুলিশকর্মীরা সতর্ক থাকায় অপ্রীতিকর কিছু ঘটেনি।
দুই দলের খেলোয়াড়দের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোনো দর্শকই তাদের ধারেকাছে ঘেঁষতে পারেনি।
পিএসজির সমর্থকরা পুরো ম্যাচ জুড়ে এবং শুরুর আগে তাদের দলের জন্য গর্জন করে গেছেন। শেষ বাঁশির পর তারা লুইস এনরিকের প্রয়াত শিশুকন্যা জানার সম্মানে গ্যালারিতে একটি বিশাল ব্যানার উন্মোচন করেছিল।
এই দৃশ্যে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই। এমনকী স্বয়ং লুইস এনরিকেও সহমর্মিতার জন্য দর্শকদের ধন্যবাদ জানান।
বাংলাফ্লো/এসও
Comments 0