স্পোর্টস ডেস্ক
ঢাকা: এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারতেন ঋষভ পান্ত। তা হয়নি। তবে শাস্তি থেকে মুক্তি পাননি। ভারতের সহ অধিনায়ককে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আচরণবিধি ভঙ্গের কারণে আনুষ্ঠানিকভাবে তিরস্কারও শুনিয়েছে আইসিসি।
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের তৃতীয় দিনের ঘটনা। ইংলিশদের প্রথম ইনিংসের ৬১ ওভারের পর আম্পায়ারের কাছে বল নিয়ে যান পান্ত। বল পরিবর্তন করতে চাইছিলেন। কিন্তু ফিল্ড আম্পায়ার পল রাইফেল জানিয়ে দেন, বল ঠিক আছে। সিদ্ধান্তটি ভালো লাগেনি পান্তের। মাঠেই বসচা হয়। এরপর ছুড়ে মারেন বল।
পান্ত অবশ্য আম্পায়ারের গায়ের দিকে মারেননি, উল্টো দিকে বল ছুঁড়েছেন। তাতেই ভেঙেছেন আইসিসির দুটি নিয়ম। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানানোয় ভেঙেছেন আইসিসির ২.৮ ধারা। ২.৯ ধারার বলা আছে, অনুপযুক্ত উপায়ে আম্পায়ারের দিকে বা তার কাছে বল ছোড়া যায় না। তবে আইসিসি একটি অপরাধ ধরে শাস্তি শুনিয়েছে পান্তকে।
আইসিসির আচরণবিধির ২.৮ নম্বর ধারা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারা অনুযায়ী, মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ নিষিদ্ধ। সেটিই করেন পান্ত। পান একটি ডিমেরিট পয়েন্ট। শাস্তি মেনে নেওয়ায় আইসিসির আলাদা করে শুনানির প্রয়োজন পড়েনি।
হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের অধিনায়ক শুবমান গিল করেছেন আরেক কাণ্ড। সাদা পোশাকের ক্রিকেটে তিনি কালো মোজা পরে নেমেছিলেন। যা পোশাক কোড ভাঙার সামিল। ওই ঘটনায় এখনও সিদ্ধান্ত জানায়নি আইসিসি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0