Logo

‘নতুন করে জন্ম নিয়ে’ কাঁদলেন পল পগবা

“আমি যেন আবার জন্ম নিলাম। এই দুই বছর আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ফুটবল ছাড়া আমি অসম্পূর্ণ। মোনাকো আমাকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। আমি কৃতজ্ঞ। এখন শুধু মাঠে ফিরতে চাই এবং প্রমাণ করতে চাই—আমি এখনও শেষ হয়ে যাইনি।”

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে অবশেষে ফুটবলে ফিরছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। শুক্রবার তিনি ফ্রান্সের ক্লাব এএস মোনাকোর সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেন। ক্লাবের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চুক্তিতে সই করার সময় আবেগে ভেঙে পড়েন তিনি—দুই বছরের কঠিন সময়ের স্মৃতি যেন উঠে আসে চোখের জলে।

চুক্তির পর পগবা বলেন, “আমি যেন আবার জন্ম নিলাম। এই দুই বছর আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ফুটবল ছাড়া আমি অসম্পূর্ণ। মোনাকো আমাকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। আমি কৃতজ্ঞ। এখন শুধু মাঠে ফিরতে চাই এবং প্রমাণ করতে চাই—আমি এখনও শেষ হয়ে যাইনি।”

তিনি আরও যোগ করেন, “এই ক্লাব, এই জার্সি আমাকে নতুন করে অনুপ্রাণিত করছে। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা, প্যাশন ও পারফরম্যান্স দিয়ে দলের জন্য সেরা কিছু আনতে। নতুন অধ্যায়ের শুরু—আশা করি সবার সমর্থন পাশে পাব।”

২০২৩ সালের আগস্টে উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের হয়ে খেলার পর ডোপ টেস্টে ব্যর্থ হন পগবা। তার শরীরে পাওয়া যায় ডিএইচইএনামক উপাদান, যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়। পগবা দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র থেকে কেনা একটি সাপ্লিমেন্ট তিনি নিয়েছিলেন এক চিকিৎসকের পরামর্শে। তবু ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইবুনাল তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করে। পরে ক্রীড়ামূলক সালিশি আদালতে আপিল করে তিনি শাস্তি কমিয়ে ১৮ মাস করেন। ফলে ২০২৫ সালের মার্চ থেকেই নতুন ক্লাব খোঁজার সুযোগ পান এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

তবে মাঠের বাইরেও বিপদের পিছু ছাড়েনি তাকে। ২০২২ সালে তিনি অপহরণের শিকার হন, যেখানে অভিযোগে উঠে আসে তার নিজের ভাই ম্যাথিয়াস পগবার নামও। অপহরণকারীরা দাবি করেছিল ১.৩ মিলিয়ন ইউরো। ২০২৪ সালের ডিসেম্বরে মামলার রায়ে ম্যাথিয়াসকে এক বছরের গৃহবন্দী এবং অন্যদের আট বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।

অতীতের এই অন্ধকার সময়কে পেছনে ফেলে এবার মাঠে ফেরার অপেক্ষায় পগবা। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই প্রথমবার তিনি ফ্রান্সের শীর্ষ লিগ লিগ ওয়ানে খেলবেন পেশাদার হিসেবে। মোনাকোর হয়ে তার অভিষেক হতে পারে আগামী ১৭ আগস্ট, প্রতিপক্ষ—পগবার পুরোনো ক্লাব লে হাভর, যেখান থেকেই শুরু হয়েছিল তার ফুটবল যাত্রা।

২০১৬ সালে পগবা হয়েছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়, যখন ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ১০৫ মিলিয়ন ইউরোয় জুভেন্টাস থেকে দলে নেয়। পরে নেইমার এই রেকর্ড ভাঙলেও, পগবার ট্রান্সফার ছিল ফুটবল ইতিহাসে এক বড় মাইলফলক। জুভেন্তাসে তিনি নয়টি শিরোপা জিতেছিলেন। কিন্তু ক্যারিয়ারের সেরা মুহূর্তটি আসে ২০১৮ সালের বিশ্বকাপে, যখন ফ্রান্সকে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0