স্পোর্টস ডেস্ক
ঢাকা: পল পগবা ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন। পরবর্তীতে পগবার জীবনে নেমে আসে অন্ধকার। নিষিদ্ধ ঔষধ গ্রহণের দায়ে চার বছরের জন্য নিষিদ্ধ হন পগবা। তবে পরে সেই শাস্তি নেমে আসে ১৮ মাসে। শাস্তি কাটিয়ে ফুটবলে ফিরতে প্রস্তুত ফরাসি এই মিডফিল্ডার যাচ্ছেন মোনাকোতে।
গেল মার্চে পগবার নিষেধাজ্ঞা শেষ হয়। তবে আসছে ২০২৫-২৬ মৌসুমেই পুরোদমে মাঠে ফিরছেন পগবা।
পেশাদার ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসে খেলেছেন পগবা। এবার মোনাকোতে গেলে প্রথমবারের মতো ফ্রেঞ্চ লিগে খেলার অভিজ্ঞতা হবে পগবার। অবশ্য পগবার শুরটা হয়েছিল ফ্রান্সেই। ২০০৯ সালে লে আভর ছেড়ে ১৬ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। এরপর ২০১১ সালে মূল দলে অভিষেক।
মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন, এমন একটা গুঞ্জন বাতাসে ভাসছিল। সূত্রের বরাত দিয়ে সেটা নিশ্চিত করেছে ইএসপিএন। পগবা এখন ক্লাবহীন থাকায় মোনাকোকে গুনতে হবে না কোনো ট্রান্সফার ফি। সাইনিং ফি কেমন হবে, তাও জানা যায়নি।
২০২৩ সালে দ্বিতীয় দফায় জুভেন্তাসে যোগ দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২৯ মিনিট খেলার পর ডিএইচইএ নামক নিষিদ্ধ ওষুধ গ্রহণের দায়ে পগবাকে নিষিদ্ধ করা হয়েছিল।
এদিকে মোনাকোতে যোগ দিচ্ছেন বার্সেলোনার ফুটবলার আনসু ফাতি। এই সপ্তাহেই মোনাকোতে মেডিকেল পরীক্ষা করানোর কথা ফাতির। দারুণ সম্ভাবনাময় ফুটবলার হিসেবে বার্সায় শুরু করেছিলেন ফাতি। মেসি বার্সা ছাড়ার পর পেয়েছিলেন ১০ নম্বর জার্সিও। তবে ইনজুরির কারণে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ফাতি। এবার মোনাকোতে কেমন করেন তাই দেখার।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0