স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশি ফাইটার মোহাম্মদ রাশেদ ও মসজিদুল রেজা অমিও আন্তর্জাতিক মুয়াই থাই (থাই বক্সিং) টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতেছেন। শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তারা উল্লেখযোগ্য এই সাফল্য অর্জন করেছে।
বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও কিরগিজস্তানের মোট ৩৪ জন প্রতিযোগী ১৭টি বাউটে অংশ নেন। এর মধ্যে বাংলাদেশি দুইজন এবং ভারতীয় একজন দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বেল্ট জিতে নেন।
প্রফেশনাল ক্যাটাগরিতে বাংলাদেশে মুওয়াই থাইয়ের ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিত রাশেদ ভারতের ঋতিক কালসিকে হারিয়ে বেল্ট জেতেন। অপরদিকে অ্যামেচার বিভাগে ‘গোল্ডেন বয়’ নামে পরিচিত মসজিদুল রেজা অমিও শহিদুল ইসলামকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
একদিনের এই টুর্নামেন্ট ‘ডাবল হর্স নকআউট ফাইট নাইট ০০১’ শিরোনামে যমুনা গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে বাংলাদেশ থেকে সর্বাধিক ২৭ জন ফাইটার নিয়ে অংশ নেন।
এছাড়া ভারত থেকে ৩ জন এবং থাইল্যান্ড ও কিরগিজস্তান থেকে ২ জন করে ফাইটার অংশ নেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0