স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর আধিপত্য আরও সুস্পষ্ট হলো। ১০ জনের দল নিয়ে রিয়াল মাদ্রিদ হারিয়েছে পাচুকাকে, আর জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি পেয়েছে বড় জয়—যা নিশ্চিত করেছে তাদের দ্বিতীয় রাউন্ড।
রিয়াল মাদ্রিদ (স্পেন) ৩-১পাচুকা (মেক্সিকো)
ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিও, সলোমন রোনদনকে ফাউল করায়।
সংখ্যায় একজনে কম থাকা সত্ত্বেও রিয়াল প্রথমার্ধে দুটো গোল করে এগিয়ে যায়—৩৫তম মিনিটে জুড বেলিংহ্যাম ও ৪৫তম মিনিটে আর্দা গুলেরের গোলে। দ্বিতীয়ার্ধে ৭০তম মিনিটে তৃতীয় গোল করেন ফেদেরিকো ভালভার্দে। শেষ দিকে পাচুকার হয়ে ১৯ বছর বয়সী এলিয়াস মন্তিয়েল একটি সান্ত্বনাসূচক গোল করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এই পরাজয়ের মধ্য দিয়ে পাচুকা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
জুভেন্টাস (ইতালি) ৪-১ ওয়াইদাদ এসি (মরক্কো)
গ্রুপ জি-তে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো জুভেন্টাস। মাত্র ৬ মিনিটেই ওয়াইদাদ এসির আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। এরপর কেনান ইলদিজ ১৬ ও ৬৯ মিনিটে দুই গোল করেন। বিরতির আগে ওয়াইদাদ একটি গোল শোধ দিলেও শেষ মুহূর্তে দুসান ভ্লাহোভিচের পেনাল্টিতে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়। এই জয়ে জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড।
ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড) ৬-০ আলআইন (আমিরাত)
গ্রুপ জি-এর অপর ম্যাচে একতরফা আধিপত্য বিস্তার করে সিটি। প্রথমার্ধেই গোল করেন ইলকায় গুন্দোয়ান, ক্লাউদিও এচেভেরি
ও আর্লিং হলান্ড। দ্বিতীয়ার্ধে আবার গোল করেন গুন্দোয়ান, এরপর অস্কার বব ও রায়ান চেরকি স্কোরলাইন ৬-০ করে দেন। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে বৃহস্পতিবার মুখোমুখি হবে সিটি ও জুভেন্টাস। দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকে ছিটকে গেল আল আইন।
আল হিলাল (সৌদিআরব) ০-০রেডবুল সালজবুর্গ (অস্ট্রিয়া)
গ্রুপ এইচ-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করেছে আল হিলাল ও সালজবুর্গ। ম্যাচের নায়ক আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনু, যিনি একাধিক দারুণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। সালজবুর্গ শটের দিক দিয়ে এগিয়ে থাকলেও আল হিলাল বেশি আক্রমণ করেছে। এখনো দুই দলেরই নকআউট রাউন্ডে যাওয়ার আশা টিকে রয়েছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0