Logo

আজ নামছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি

ফিফা ক্লাব বিশ্বকাপে আজ বুধবার প্রথমবারের মতো খেলতে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আট গ্রুপে ৩২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে শেষ ষোলোয়। ১৩ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের ক্লাব বিশ্বকাপ আসরের।

ফিফা ক্লাব বিশ্বকাপে আজ বুধবার প্রথমবারের মতো খেলতে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ফিলাডেলফিয়ায় ‘জি’ গ্রুপ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় মরক্কোর ক্লাব উইদাদ এসির মুখোমুখি হবে পেপ গার্দিওলার ম্যানসিটি, রাত ১টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপ ম্যাচে রিয়াল খেলবে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে। বৃহস্পতিবার সকাল ৭টায় ওয়াশিংটনের অডি ফিল্ডে ‘জি’ গ্রুপের আরেক ম্যাচে আরব আমিরাতের আল আইনের মুখোমুখি হবে ইতালির জায়ান্ট জুভেন্টাস।

রিয়ালের গ্রুপে আল হিলাল ছাড়াও আছে মেক্সিকোর সিএফ পাচুকা ও অস্ট্রিয়ার সলজবুর্গ। এ দুটি ক্লাব বৃহস্পতিবার ভোর ৪টায় মুখোমুখি হবে। আজই ‘এইচ’ গ্রুপের লড়াই শুরু হবে।

‘জি’ গ্রুপে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ উইদাদ, আল আইন ও জুভেন্টাস।

আট গ্রুপে ৩২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে শেষ ষোলোয়। ১৩ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের ক্লাব বিশ্বকাপ আসরের।

এদিকে, মঙ্গলবার রাতে ব্রাজিলের ফ্লুমিনেন্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, আজ ভোরে দক্ষিণ কোরিয়ার উলসান এইচডিকে ১-০ গোলে হারায় দক্ষিণ আফ্রিকার মামেলোদি সানডাউনস। মঙ্গলবার রাতের ম্যাচে জাপানের উরায়া রেড ডায়মন্ডসকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনার রিভার প্লেট। আজ সকালে মেক্সিকোর সিএফ মন্তেরেই ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট ইতালির ইন্টার মিলান।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0