Logo

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ নেতার পদত্যাগ

পদত্যাগকারী মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন বলেন, আমরা ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছি।

ফাইল ছবি

জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ নেতা পদত্যাগ করেছেন। শনিবার (২৮ জুন ও রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন তারা।

পদত্যাগকারীরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম সিয়াম, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন, সিনিয়র সংগঠক মনিরুল ইসলাম শিমুল ও মুখপাত্র রিয়াদুল রিমন সরকার।

সোমবার (৩০ জুন) পদত্যাগকারী মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন বলেন, আমরা ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছি। পদত্যাগের মূল কারণ আমাদের ফেসবুক পোস্টে লেখা আছে। এর বেশি কিছু বলতে চাচ্ছি না।

পদত্যাগকারী নেতারা নিজ নিজ ফেসবুক পোস্টে সবাই প্রায় একই ধরনের অভিযোগ করেছেন। তারা উল্লেখ করেছেন, সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে তারা এ সংগঠনের সঙ্গে যুক্ত হন। কিন্তু বর্তমানে সংগঠনটির বেশিরভাগ সদস্য ও নেতৃত্ব একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের অনুসারী হয়ে পড়েছেন। যার ফলে সংগঠনের অরাজনৈতিক অবস্থান আজ প্রশ্নবিদ্ধ। একজন স্বাধীন ও অরাজনৈতিক মানসিকতার ছাত্র হিসেবে এ সংগঠনের সঙ্গে থাকা অসংগতিপূর্ণ। তাই ব্যক্তিগত ও নৈতিক কারণে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব ইয়াসিন তালুকদার রহিত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের কেউ কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে যদি মনে মনে কেউ কোনো দলকে পছন্দ করে থাকে সে ক্ষেত্রে বাধা দেবেন কী করে। ফেসবুকে ঘোষণা দিয়ে পাঁচজন পদত্যাগ করেছে। তবে তারা কী কারণে পদত্যাগ করল, সে বিষয়টি পরিষ্কার নয়। হয়তো কেউ তাদের ভুল বুঝিয়ে পদত্যাগ করিয়েছে।

সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের আহ্বায়ক রিফাত বিন জামান বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে তারা পদত্যাগ করেছে। তবে পদত্যাগের কোনো চিঠি আমাদের দেয়নি। ফেসবুকে তারা যে অভিযোগ এনেছে, সেটা সত্য নয়। আমাদের কেউ কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত নয়।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তবে কেউ যদি আমাদের সংগঠন ছেড়ে কেউ যদি কোনো রাজনৈতিক দলে যেতে চায় সে ক্ষেত্রে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0