Logo

‘আল নাসর ফরএভার’ বলে চুক্তি বাড়ালেন রোনালদো

ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছোট ভিডিওতে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে, যেখানে ভিডিওর শেষ লাইনে রোনালদো বলেন, “আল নাসর ফরএভার। ”

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইউরোপ বা আমেরিকা নয়, ক্রিস্টিয়ানো রোনালদো থাকছেন সৌদি আরবেই। আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি।

নতুন এই চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন পর্তুগিজ সুপারস্টার। 

ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছোট ভিডিওতে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে, যেখানে ভিডিওর শেষ লাইনে রোনালদো বলেন, “আল নাসর ফরএভার। ”

রোনালদোর আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের ৩০ জুন। তবে মে মাসেই জানা যায়, ক্লাবটি তার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা করছে।

৪০ বছর বয়সেও মাঠে ফুরিয়ে যাননি রোনালদো। ২০২৪ সালে পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতে নিজের তৃতীয় আন্তর্জাতিক শিরোপা জেতেন তিনি। সাম্প্রতিক ফর্ম দেখে বিভিন্ন ক্লাবই তাকে দলে চাওয়ার আগ্রহ দেখায়, বিশেষ করে এই গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কিছু দল। এমন পরিস্থিতিতে আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো পর্যন্ত আশঙ্কা করেছিলেন, রোনালদোকে ধরে রাখা কঠিন হতে পারে।

তবে রোনালদো নিজেই গুজব থামিয়ে দেন জুনের শুরুতে, “প্রায় কিছুই বদলাবে না। আমি থাকছি আল নাসরেই। ”

রোনালদো ২০২২ সালের ডিসেম্বর মাসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চুক্তি বাতিলের পর আল নাসরে যোগ দেন। এরপর থেকে ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে ৯৩টি গোল করেছেন তিনি। গত মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৫ গোল করে জেতেন গোল্ডেন বুট।

তবে ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও, আল নাসর এখনও পর্যন্ত রোনালদোর সময়কালে সৌদি লিগ বা এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। এখন পর্যন্ত তার একমাত্র ক্লাব ট্রফি আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।

সৌদি আরব ২০২২ সালে ফুটবলে বিশাল বিনিয়োগ শুরু করে, যার আওতায় দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF) চারটি শীর্ষ ক্লাব আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি নিয়ে নেয়।

রোনালদো ছিলেন ইউরোপ থেকে প্রথম বড় তারকা, যিনি এই উদ্যোগে সাড়া দিয়ে সৌদিতে পাড়ি জমান। পরে তার পথ অনুসরণ করেন করিম বেনজেমা, নেইমার, এন’গোলো কঁতে সহ অনেকেই।

সৌদি আরব ইতোমধ্যে ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবেও মনোনীত হয়েছে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0