Logo

৮২০ রান করে ১২৬ বছরের রেকর্ড ভেঙে দিল সাকিবের সাবেক দল

ইংল্যান্ড ওপেনার ডম সিবলি এই রানের পাহাড় গড়ার মূল নায়ক ছিলেন। ইনিংসের শুরু থেকে ব্যাট করে ৩০৫ রানের বিশাল ত্রিশতক করেন তিনি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: সাকিব আল হাসানের সাবেক দল সারে কাউন্টি ক্রিকেটে ইতিহাসই গড়ে ফেলেছে। ওভালে ডারহামের বিপক্ষে দলটা প্রথম ইনিংসে ১৬১ ওভার ব্যাট করে অবিশ্বাস্যভাবে ৮২০ রান তুলে ফেলেছে। তাতেই গড়া হয়ে গেছে রেকর্ড। ১২৬ বছরের পুরোনো কীর্তি ভাঙা হয়ে গেছে তাদের। সারের ফার্স্ট-ক্লাস ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ।

ইংল্যান্ড ওপেনার ডম সিবলি এই রানের পাহাড় গড়ার মূল নায়ক ছিলেন। ইনিংসের শুরু থেকে ব্যাট করে ৩০৫ রানের বিশাল ত্রিশতক করেন তিনি। তার সঙ্গে সেঞ্চুরি করেছেন আরও তিন ব্যাটার – ড্যান লরেন্স (১৭৮), উইল জ্যাকস (১১৯) ও স্যাম কারান। বিশেষ করে লরেন্স ও জ্যাকস রান তুলেছেন দ্রুত গতিতে, ১০০রও বেশি স্ট্রাইক রেটে রান করেছেন তারা।

সারে ১৮৯৯ সালে করা ৮১১ রানের আগের ক্লাব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। ১২৬ বছর পর এমন রেকর্ড ভেঙে ক্রিকেট ইতিহাসে স্মরণীয় করে রাখলেন সিবলিরা।

এই ম্যাচে প্রচলিত ডিউক বলের পরিবর্তে কুকাবুরা বল ব্যবহার করা হচ্ছে। ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কী অস্ট্রেলিয়া সফরে কারা মানিয়ে নিতে পারবেন তা বোঝার জন্য এ পরিবর্তন এনেছেন। তবে ডারহাম বোলাররা এ উদ্যোগে মোটেই খুশি হবেন না! ওভালের গরমে কুকাবুরা বল ব্যাটারদের জন্য স্বর্গ হয়ে গিয়েছিল, বোলারদের জন্য দুঃস্বপ্ন।

ডারহামের অফ-স্পিনার জর্জ ড্রিসেল সবচেয়ে বেশি ওভার করেছেন এবং সবচেয়ে বেশি মারও খেয়েছেন। ৪৫ ওভারে ২৪৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ইনিংসে কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার নতুন রেকর্ড এটি।

সাকিব সারের আগে কাউন্টিতে খেলেছিলেন ওরচেস্টারশায়ারের হয়ে। সেই দলটাও রানের বন্যা বইয়ে দিচ্ছে। সাউদাম্পটনে হ্যাম্পশায়ারের বিপক্ষে ওরচেস্টারের হয়ে জেক লিবি ও অ্যাডাম হোস জোড়া ডাবল সেঞ্চুরি করেছেন। তাদের ৩৯৫ রানের জুটিতে ওরচেস্টার ৬৭৯/৭ ডিক্লেয়ার করেছে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0