স্পোর্টস ডেস্ক
ঢাকা: প্রাক্তন ইংল্যান্ড ও গ্লস্টারশায়ার ফাস্ট বোলার ডেভিড ‘সিড’ লরেন্স আর নেই। মোটর নিউরন ডিজিজে (এমএনডি) আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে মারা যান তিনি।
লরেন্স ছিলেন ইংল্যান্ড জাতীয় দলে খেলা প্রথম 'ব্রিটেনে জন্ম নেওয়া' কৃষ্ণাঙ্গ ক্রিকেটার, যা তাকে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
১৯৮৮ সালে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকে ৩ উইকেট নেন তিনি। তার আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র ৫ টেস্টে সীমাবদ্ধ থাকলেও, গ্লস্টারশায়ারের হয়ে ১৬ বছরে ৬২৫ উইকেট শিকার করেন।
গুরুতর হাঁটুর চোটে ক্যারিয়ার শেষ হয়ে গেলেও লরেন্স থেমে যাননি। খেলোয়াড়ি জীবনের পর তিনি হন নাইটক্লাব মালিক, শরীরচর্চাবিদ এবং সর্বশেষ ছিলেন গ্লস্টারশায়ার ক্রিকেট ক্লাবের সভাপতি।
এমএনডি-তে আক্রান্ত হওয়ার পরও তিনি থেমে থাকেননি। রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করে চলেছেন মৃত্যুর আগ পর্যন্ত।
মাত্র কয়েক সপ্তাহ আগে, ক্রিকেটে বিশেষ অবদানের জন্য ব্রিটেনের রাজা চার্লস তাকে এমবিই (অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) খেতাবে ভূষিত করেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0