স্পোর্টস ডেস্ক
ঢাকা: ব্যাটিং বিপর্যয়ের পর আড়াইশর আগেই সবগুলো উইকেট হারায় বাংলাদেশ। বল করতে গিয়েও সুবিধা করতে পারেনি তারা।
শ্রীলঙ্কার হয়ে শুরুটা রাঙান পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। যদিও উদারা উইকেট হারান তবে ফিফটি পূর্ণ করে দিনেশ চান্দিমালকে নিয়ে এগিয়ে যাচ্ছেন পাথুম নিশাঙ্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৮৬ রান। বাংলাদেশ থেকে এখনও ৬১ রানে পিছিয়ে আছে তারা।
২৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয় উড়ন্ত। উদ্বোধনী জুটিতে ১৪১ বলে ৮৮ রান যোগ করেন দুই ওপেনার নিশাঙ্কা ও উদারা। এই জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম। তার বল উদারার প্যাডে লাগতেই এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার তখন সাড়া না দিলেও রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদলাতে হয়। ৬৫ বলে ৪০ রান করে ফেরেন লঙ্কান ওপেনার। তবে লড়তে থাকেন নিশাঙ্কা। ৭৯ বলে পঞ্চাশ পূর্ণ করে সেঞ্চুরির পথে এগোচ্ছেন তিনি।
এর আগে দিনের শুরুতেই আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এবাদত হোসেন। ১৩ বলে ৮ রান করেন তিনি। এরপর নাহিদ রানার সঙ্গে কিছুক্ষণ লড়াই চালান তাইজুল। কিন্তু দিনুশার বল মিডউইকেটে চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬০ বলে ৩৩ রানে থামে ইনিংস। বাংলাদেশ গুটিয়ে যায় ২৪৭ রানে।
লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট নেন আসিথা ও দিনুশা। দুটি উইকেট পান বিশ্ব ফার্নান্দো। একটি করে উইকেট নেন থারিন্দু ও ধনঞ্জয়া।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0