শিক্ষা ডেস্ক
ঢাকা: দীর্ঘ সময় পর আবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার (শিক্ষার্থী ভিসা) অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া স্বাভাবিক করছে আমেরিকা।
দেশটির পররাষ্ট্র বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে এবার স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে মানতে হবে নতুন কিছু শর্ত। এমনটাই বলছে বিবিসি।
মার্কিন পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, এবার আবেদনকারীদের তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো সর্বজনীন (public) করতে বলা হবে, যাতে আরও কড়া যাচাই-বাছাই করা যায়। অর্থাৎ ফেসবুকে কারও আইডি লক করা থাকলে তারা বিবেচিত হবেন না। এক্ষেত্রে আইডি আনলক করে রাখতে হবে, যাতে যাচাই-বাছাই করা যায় সহজে।
এ ছাড়া সরকারি কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, তারা যেন আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে দেখেন, কোনো ধরনের বিদ্বেষমূলক মনোভাব আছে কিনা। বিশেষ করে আমেরিকার নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান কিংবা দেশটির প্রতিষ্ঠার মূলনীতির প্রতি।
এর আগে মে মাসের শেষদিকে ট্রাম্প প্রশাসন এই ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছিল। কারণ তারা আমেরিকাবিরোধী মনোভাবসম্পন্ন আবেদনকারীদের ভিসা দেওয়ার ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নিতে চায়।
এবার এই নতুন নির্দেশনা মূলত ‘এফ’ ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের ওপর প্রভাব ফেলবে, যা সাধারণত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। মার্কিন পররাষ্ট্র বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, কারিগরি শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত ‘এম’ ভিসা এবং বিনিময় শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত ‘জে’ ভিসার জন্য আবেদনকারীরাও এই নতুন নীতির আওতাভুক্ত হবেন।
এছাড়া, যদি কোনো আবেদনকারী তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যক্তিগত বা প্রাইভেট করে রাখেন, তাহলে সেটিকে তার কর্মকাণ্ড গোপন করার চেষ্টা হিসেবে দেখা হতে পারে বলে মন্ত্রণালয় সতর্ক করেছে। এ ব্যাপারে পররাষ্ট্র বিভাগ থেকে জানানো হয়, ‘মার্কিন নাগরিকরা আশা করেন যে তাদের সরকার দেশকে আরও নিরাপদ করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাবে, আর ট্রাম্প প্রশাসন প্রতিদিনই ঠিক সেটাই করছে।’
ভিসা কর্মকর্তাদের আরও নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এমন ব্যক্তিদের চিহ্নিত করেন যারা ঘোষিত বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানায়, তাদের সাহায্য করে বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে; কিংবা যারা অবৈধভাবে ইহুদি-বিরোধী হয়রানি বা সহিংসতায় জড়িত।
বাংলাফ্লো/আফি
Comments 0