বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে পুলিশের লাঠিচার্জের পর আবারও রাজধানীর নতুন বাজার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে তাদের সঙ্গে যুক্ত হন অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এতে এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
শনিবার (২১ জুন) সকাল ৮টার পর ইউআইইউ শিক্ষার্থীরা সড়কে যান চলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর কিছুক্ষণ পর পুলিশ সেখানে অবস্থান নেয়। পুলিশ শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ করে। কিন্তু দাবি না আদায় হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান শিক্ষার্থীরা। পরে বেলা ১১টায় লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবার একত্রিত হয়ে সড়কে নামেন এবং সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি দেখা দিয়েছে। পুরো নতুন বাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে রামপুরা, বাড্ডা, প্রগতি সরণি ও তেজগাঁও রেলগেট এলাকায় ব্যাপক যানজট দেখা গেছে। অফিসগামী মানুষ, স্কুলের শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, সকাল থেকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিকল্প রুটেও গাড়ি গড়াচ্ছে না। হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন অনেকেই।
এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0