স্পোর্টস ডেস্ক
ঢাকা: সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হয় আবাহনী। আর দলটির নেতত্বে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এমনকি ব্যাট-বলে সমানতালে পারফর্ম করে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছিল ওয়ানডেতে আবারো জাতীয় দলে দেখা যেতে পারে মোসাদ্দেককে।
তবে সহসাই লাল-সবুজের জার্সিতে ফেরা হচ্ছে না টাইগার এই অলরাউন্ডারের। আজ (সোমবার) শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া কনফারেন্স রুমে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু নিজে দল ঘোষণা করেন। পরে মোসাদ্দেক সম্পর্কে এক প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।
সাংবাদিকের করা প্রশ্নের জবাবে লিপু বলেন, 'আপনার কথার সরাসরি উত্তর দিতে চাই। আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেনের এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত। আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না। পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময়, এটা পীড়াদায়ক।'
'তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে তিনি আমাদের সঙ্গে থাকবেন, এই মুহূর্তে হয়তো কেউ ব্যাক-আপ হিসেবে আছেন, কিন্তু তিনি যদি অপরচুনিটি পান, তিনি সামনে চলে আসতে পারেন। সেটার জন্য তো দরজা খোলাই আছে। কিন্তু কাউকে তো প্রমাণ করতে হবে। হ্যাঁ, আপনি মনে করেছেন, আমার নিউজিল্যান্ডের সঙ্গে তাকে খেলিয়েছি, আমরা দেখছি, আমার মনে হয় যে কোনো কিছু ঘটে যাওয়ার আগেই অনেক সময়, যেমন আপনারা বলেন যে এই খেলোয়াড়টাকে এক ম্যাচ খেলিয়ে বিদায় করে দেয়া উচিত না।'-যোগ করেন লিপু।
প্রসঙ্গত, কদিন আগে ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0