স্পোর্টস ডেস্ক
ঢাকা: ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার ক্যারিয়ারে বিখ্যাত ছিলেন ‘ক্যাপ্টেন কুল’ উপাধিতে। সেটাকে এবার একান্তই নিজের করে নেওয়ার পথে বড় এক পদক্ষেপ নিয়েছেন। ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রি তার আবেদন গ্রহণ ও প্রকাশ করেছে।
২০২৩ সালের জুনে ধোনি এই ট্রেডমার্কের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তখন তাকে জানানো হয়, ‘ক্যাপ্টেন কুল’ নামে এরই মধ্যে প্রভা স্কিল স্পোর্টস (ওপিসি) প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে। ধোনি সেই রেজিস্ট্রেশন চ্যালেঞ্জ করে বলেন, তার জনপ্রিয়তাকে ফায়দা লুটার চেষ্টা করছে দুর্জনেরা।
প্রায় চারটি শুনানির পর, চলতি বছরের ১৬ জুন ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রি ধোনির আবেদন গ্রহণ করেছে। আবেদনটি ‘ক্লাস ৪১’-এ অন্তর্ভুক্ত হয়েছে, যা খেলাধুলার প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট সেবার বিষয়ে তৈরি করা হয়েছে। এখন থেকে ১২০ দিনের মধ্যে যদি কোনো আপত্তি না ওঠে, ধোনি আনুষ্ঠানিকভাবে ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্কের মালিক হবেন।
আইপিএল ২০২৫-এ তিনি খেলেছেন চেন্নাইয়ের হয়ে। শুরুতে সাধারণ খেলোয়াড় হিসেবেই খেলেছেন। তবে রুতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে পর মাঝপথে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরে আসেন। তবে তাতে দলকে লজ্জার কীর্তি গড়া থেকে আটকাতে পারেননি। এবারের আসরে চেন্নাই প্রথমবারের মতো ১৬ বছরের ইতিহাসে লিগ টেবিলের তলানিতে শেষ করে।
এ মাসের শুরুর দিকে ৪৩ বছর বয়সী ধোনি আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বহু আগে বিদায় বললেও তিনি ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলেননি। আগামী আইপিএল আসরে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0