বাংলাফ্লো প্রতিনিধি
গাজীপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান যখন দেশের ফেরার সময় মনে করবেন, তখন ফিরবেন।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। এসময় উপদেষ্টা স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাধা নেই। তিনি বাংলাদেশের মানুষ, যেকোনো সময় তিনি বাংলাদেশে ফিরতে পারেন। তিনি দেশে ফেরার যখন সময় মনে করবেন, তখন দেশে ফিরবেন।’
খণ্ডিত নয়, সাংবাদিকদের পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘খণ্ডিত রিপোর্ট আমাদের পাশের দেশ তাদের স্বার্থে ব্যবহার করে।’
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন।
এ সময়ে ভারতসহ বিভিন্ন দেশ আগতদের মাধ্যমে যাতে করোনা না ছড়ায় সেজন্য বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।
বাংলাফ্লো/আফি
Comments 0