Logo

ক্রিকেটার সাকিবকে ইগনর করার সুযোগ নেই: সোহান

‘‘ক্রিকেটার সাকিব এক দলে থাকলে, অবশ্যই দল সুবিধা পাবে; যা বাংলাদেশ দল লম্বা সময় ধরে পেয়ে আসছে। ক্রিকেটার সাকিবকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই’’-আরও যোগ করেন সোহান।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: প্রায় বছর খানেক হলো সাকিব আল হাসান দেশের ক্রিকেটের কোনো পর্যায়ে যুক্ত নেই। সরকারের পতনের পর দেশে পা রাখেননি। তবুও কোন সিরিজ কিংবা টুর্নামেন্ট এলেই সাকিবের নাম ঘুরে ফিরে আসবেই।

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) অংশগ্রহণ সামনে রেখে রোববার (২৯ জুন) সংবাদ সম্মেলন করে রংপুর রাইডার্স। কিংস অ্যারেনায় অধিনায়ক নুরুল হাসান সোহান বারবার সাকিব নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন। উত্তর দিতে হয়েছে ম্যানেজার শানিয়ান তানিনকেও।

সোহান জানান ক্রিকেটার সাকিবকে কোনোভাবে ইগনর করার সুযোগ নেই, ‘‘ক্রিকেট যখন শুরু করেছি, প্রথম থেকেই ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। তার সাথে ড্রেসিংরুম শেয়ার করা উপভোগ্য ও গর্বের ব্যাপার। যেকোনো দলেই আমি উনাকে চাইব।’’

‘‘ক্রিকেটার সাকিব এক দলে থাকলে, অবশ্যই দল সুবিধা পাবে; যা বাংলাদেশ দল লম্বা সময় ধরে পেয়ে আসছে। ক্রিকেটার সাকিবকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই’’-আরও যোগ করেন সোহান।

কাইল মায়ার্স-ইফতেখার রহমানদের নিয়ে দল সাজিয়েছে রংপুর। সাকিবকে নেয়ার প্রসঙ্গও উঠে আসে। ম্যানেজার শানিয়ান তানিন বলেন, ‘‘ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে বা যাবে না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাকিবকে নিলে প্রতিক্রিয়া কী হতে পারে এটা আমার জানা নেই।’’

‘‘আমরা ক্রিকেটের মানুষ, ক্রিকেটার সাকিবকেই চিনি। রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয়ে চিনি না। উনার সাথে যতটুকু কথা হয়েছে, আশা করি উনিও পরিস্থিতি বুঝতে পারছেন। পরিস্থিতির কারণে হয়ত নিতে পারিনি।’’

উল্লেখ্য, রংপুর বর্তমান চ্যাম্পিয়ন। ১০ জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্ট। এবারও খেলে হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0