Logo

যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই রিশাদ

রিশাদ না থাকায় স্বাভাবিকভাবে দলে জায়গা হয়ছে তানভীর ইসলামের। টি-টোয়েন্টি ক্রিকেটের পর এবার ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হলো এই স্পিনারের।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাদা বলের ফরম্যাটে নিয়মিত সদস্য রিশাদ হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও রয়েছেন তিনি। প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে দুই দল। কলম্বোর আর প্রেমাদাসায় টস জিতে ব্যাট করছে লঙ্কানরা।

বাংলাদেশের একাদশে দেখা যায়নি রিশাদ হোসেনকে। জানা গেছে, অসুস্থতার কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না এই লেগি। এমনকি গতকালের অনুশীলনেও ছিলেন না রিশাদ, মূলত জ্বরের কারণে মাঠের বাইরে আছেন।

রিশাদ না থাকায় স্বাভাবিকভাবে দলে জায়গা হয়ছে তানভীর ইসলামের। টি-টোয়েন্টি ক্রিকেটের পর এবার ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হলো এই স্পিনারের।

এদিন ওয়ানডে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনেরও। এছাড়া ২০ বছর পর সিনিয়র ক্রিকেটাদের ছাড়া ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ দল।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0