বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তাদের বক্তব্য উপস্থাপন করতে হাজির হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী , বর্তমান পিও ডা. মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর।
বুধবার (২১মে) সকালে তারা দুদকে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম। এর আগে ২০ মে তাদের উপস্থিত হওয়ার জন্য তলব করলেও তারা উপস্থিত হন নি।
তাদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অভিযোগ রয়েছে দুদকের কাছে।
বাংলাফ্লো/আফি
Comments 0