Logo

যুক্তরাষ্ট্রের দলকে বিদায় করে ইতিহাস গড়ল তিউনিশিয়ার ক্লাব

গরম বিকেলের এই ম্যাচ দেখতে ৩০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে হাজির ছিলেন ১৩,৬৫১ দর্শক। তাদের মধ্যে ছিলেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও তার স্বামী কণ্ঠশিল্পী কিথ আরবানও।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ক্লাব বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বড় এক জয় পেল তিউনিশিয়ার ক্লাব এস্পেরাঁস দে তুনিজ। শুক্রবার রাতে তারা ১-০ গোলে হারিয়েছে ক্যালিফোর্নিয়ার এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিকে।

ন্যাশভিলের জিইওডিস পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৭০তম মিনিটে এস্পেরাঁসের হয়ে জয়সূচক গোলটি করেন ইউসুফ বেলাইলি। বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি। বলটি গড়ায় এলএএফসি গোলরক্ষক হুগো লরিসের পায়ের মাঝ দিয়ে।

গরম বিকেলের এই ম্যাচ দেখতে ৩০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে হাজির ছিলেন ১৩,৬৫১ দর্শক। তাদের মধ্যে ছিলেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও তার স্বামী কণ্ঠশিল্পী কিথ আরবানও।

শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল এলএএফসি। ৯৯তম মিনিটে ডান পায়ের পেনাল্টি শট নেন ডেনিস বুয়ানাগা। কিন্তু এস্পেরাঁস গোলরক্ষক বেচির বেন সাঈদ অসাধারণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন। এর আগে প্রথমার্ধে এলএএফসি দুটি গোল করলেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়।

এই হারে গ্রুপ ‘ডি’ থেকে ছিটকে গেল এলএএফসি। তারা দুটি ম্যাচেই গোল করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে এস্পেরাঁস এখনও দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে আছে। তাদের শেষ ম্যাচ চেলসির বিপক্ষে।

এস্পেরাঁস কোচ মাহের কানজারি বলেন, ‘এই জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। আমরা মনে করি, আমরা এখনও লড়াই চালিয়ে যেতে পারি।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0