Logo

কোহলির ১৮ গায়ে তাণ্ডব চালালেন বৈভব সূর্যবংশী

১৯ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে বৈভব, যাতে ছিল ৩টি চার এবং পাঁচটি ছক্কার মার।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: গত আইপিএলে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। আইপিএলের পর বিভিন্ন লিগ ও বয়সভিত্তিক পর্যায়ে তার সাফল্য অব্যাহত আছে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে খেলেছেন বিস্ফোরক ইনিংস। ম্যাচটিতে তিনি মাঠে নেমেছিলেন ১৮ নম্বর জার্সি পরে; যে সংখ্যাটি ব্যবহার করেন ভারতের ব্যাটিং দানব বিরাট কোহলি।

বয়সভিত্তিক পর্যায়ের ম্যাচটি হয়েছে গতকাল শুক্রবার। সেই ম্যাচে বৈভব ১৮ নম্বর জার্সি পরে নামতেই তার সঙ্গে কোহলির সঙ্গে তার তুলনা শুরু হয়ে যায়। যদিও কিছুদিন আগে মুকেশ কুমার ১৮ নম্বর জার্সি পরায় তুমুল বিতর্ক হয়েছিল। বৈভবের ক্ষেত্রে সমালোচনা না হওয়ার কারণ হিসেবে অনেকেই মনে করছেন- বৈভব ভবিষ্যতে কোহলির জায়গা নিতে পারেন। তাই ১৮ নম্বর তার গায়ে মানাচ্ছে বলেও মন্তব্য করেছেন অনেকে।

ম্যাচটিতে ১৯ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে বৈভব, যাতে ছিল ৩টি চার এবং পাঁচটি ছক্কার মার। ভারত ম্যাচ জিতে নেয় ৬ উইকেটের বড় ব্যবধানে। খেলা শেষে দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বৈভব। একটিতে দলের স্পোর্টস ম্যাসাজ থেরাপিস্ট মঙ্গেশ গায়কোয়াড়ের সঙ্গে নিজের এবং অপরটিতে মঙ্গেশের সঙ্গে সতীর্থ অভিজ্ঞান কুন্ডুর ছবি। ছবির সঙ্গে বলিউডের ‘ইকবাল’ সিনেমার ‘আশায়ে’ গানটিও যুক্ত করেছেন বৈভব। ওই সিনেমাটি ছিল ছোট শহর থেকে উঠে আসা একজন বিশেষভাবে সক্ষম তরুণের ক্রিকেটার হওয়ার কাহিনী নিয়ে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0