Logo

প্রথম টেস্টের উইকেট এবং কম্বিনেশন নিয়ে যা বললেন সিমন্স

দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ ফিল সিমন্স।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী মঙ্গলবার গলে প্রথম টেস্ট শুরু হবে। তার আগে আজ রোববার প্রথম দিনের অনুশীলন করেছে টাইগাররা। পরে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ ফিল সিমন্স।

তার কাছে জানতে চাওয়া হয় প্রথম টেস্টের উইকেট ও কম্বিনেশন নিয়ে। জবাবে প্রধান কোচ সিমন্স জানান, 'এখনও কম্বিনেশন কেমন হবে ঠিক করিনি। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারব। কাল উইকেট দেখে তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাববো। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো। কাল আবার দেখা বুঝতে পারব।'

গেল বৃহস্পতিবার মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করে বিসিবি। সিরিজ শুরুর আগে বিষয়টি শান্তর খেলায় কোনো প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস সিমন্সের, 'আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। পিচে গিয়ে তার কাজ ক্রিকেট খেলা। অন্য সব ভাবনা খেলার পরে। তাই আমি মনে করি এটা তার ক্রিকেটে প্রভাব ফেলবে না।'

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0