বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
দেশকে নির্বাচনহীন করে অগণতান্ত্রিক উপায়ে আরও সময় ব্যয় করার দরকার আছে কি না সে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শীর্ষ নিউজ’–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘দেশকে নির্বাচনহীন করে, অগণতান্ত্রিক উপায়ে আরও সময় ব্যয় করার দরকার আছে কি? দেশ রাজনীতিবিদদের মাধ্যমে চলবে, গণতান্ত্রিক উপায়ে চলবে। এটার কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের কথা বলবেন, রাজনীতির কথা বলবেন; কিন্তু নির্বাচনের কথা বলতে চাইবেন না। কবে আপনারা জনপ্রিয় হবেন সেদিন নির্বাচন দেবেন, এভাবে চলবে পারে না। নির্বাচনের রোডম্যাপ দিলেই দেশ গণতান্ত্রিক মুডে চলে। আর অগণতান্ত্রিক উপায়ে যতদিন যাবে গণমাধ্যমের ওপরেও চাপ বাড়বে।’
শেখ হাসিনার পতন শুধু একক কোনো গোষ্ঠী বা মানুষের আন্দোলনে হয়নি, সকলের অনেক বছরের ত্যাগ, জুলুম, নির্যাতন সহ্য করার ফসল, এটা কারও একার না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান যেমন আছে, প্রত্যেকটি থানা, ইউনিয়ন পর্যায়ের নেতা–কর্মীর অবদান আছে।’
দেশ রাজনীতিবিদদের মাধ্যমে চলবে এবং সংস্কারের কথা বলে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। বলেন আরও বলেন, ‘দেশের ঐক্যের কথা বলার সময় সকলের অবদান স্বীকার করে নিতে হবে, শুধু নিজেদের কথা বললে হবে না।‘
বাংলাফ্লো/আফি
Comments 0