Logo

চ্যাম্পিয়ন হয়েও ক্লাব বিশ্বকাপে কেন নেই বার্সা, লিভারপুল, নাপোলি?

এবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, লা লিগা জয়ী বার্সেলোনা এবং সিরি' আ চ্যাম্পিয়ন নাপোলিকে দেখা যাবে না ক্লাব বিশ্বকাপে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বহুল আলোচিত ক্লাব বিশ্বকাপের মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রবিবার সকাল ছয়টায়। স্বাগতিক ইন্টার মায়ামি ও আল আহলির ম্যাচ দিয়ে শুরু হবে আন্তমহাদেশীয় ক্লাব শ্রেষ্ঠত্বের এই লড়াই।

এবার ক্লাব বিশ্বকাপে খেলছে ৩২ দল। তবে নিয়মের কারণে বেশ কিছু শীর্ষ দলকে এই টুর্নামেন্টে থাকতে হবে দর্শক হয়ে। সেই তালিকায় আছে ইউরোপে চলতি মৌসুমের তিন চ্যাম্পিয়ন দল। এবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, লা লিগা জয়ী বার্সেলোনা এবং সিরি' আ চ্যাম্পিয়ন নাপোলিকে দেখা যাবে না ক্লাব বিশ্বকাপে।

ফিফার করা নিয়ম অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, ২০২৫ ক্লাব বিশ্বকাপে তারাই জায়গা পাবে। এ নিয়ম অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ এই চার বছরে চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসি (২০২১), ম্যানচেস্টার সিটি (২০২৩) ও রিয়াল মাদ্রিদ (২০২২ ও ২০২৪) ক্লাব বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে।

ইউরোপ থেকে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছে ১২ দল। তিনটি দল সরাসরি জায়গা করে নেওয়ায় বাকি ছিল ৯ স্থান। আর এই ৯ দলের জায়গা নিশ্চিত হয়েছে উয়েফার অধীন ক্লাবগুলোর র‌্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী, যেখানে মূলত বিবেচনায় নেওয়া হয় গত চার মৌসুমের পারফরম্যান্স।

এছাড়া বিশ্বকাপে প্রতি দেশ থেকে দুটি দল অংশ নিতে পারার নিয়মও করা হয়। স্পেন থেকে রিয়াল যেহেতু সরাসরি জায়গা পেয়েছে, তাই বাকি ছিল একটি স্পট। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বার্সাকে পেছনে ফেলে জায়গাটি পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। একই নিয়মের কারণে বাদ পড়েছে এবার ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। ইংল্যান্ড থেকে টিকিট পেয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। উয়েফার গেল চার বছরের র‍্যাঙ্কিংয়ে ইন্তার মিলান ও জুভেন্তাসের চেয়ে পিছিয়ে থাকায় জায়গা পায়নি এবার সিরি' আ চ্যাম্পিয়ন নাপোলি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0