Logo

আইপিএলে আজ দিল্লির মাঠে নামবেন মোস্তাফিজ?

১৮-২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন তিনি।

মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে মোস্তাফিজুর রহমানের দিকে ফিরেও তাকায়নি কোনো দল। তবে আসরের শেষভাগে এসে তাকে অজি ক্রিকেটার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের বদলি হিসেবে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি রুপির বিনিময়ে দলটির জার্সি গায়ে জড়াবেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ চলছে। এরপরই শুরু হবে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তাই আইপিএলে ডাক পেলেও তার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে বিসিবি শেষ পর্যন্ত তাকে ৭ দিনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। যার ফলে ১৮-২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন তিনি।

শনিবার (১৭ মে) আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অংশ নিয়েছেন মোস্তাফিজ। আজ রোববার (১৮ মে) সকালে দুবাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটিতে দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজ। ৪ ওভার বল করে স্রেফ ১৭ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন তিনি। তবে এমন ফর্ম নিয়ে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিলেও আজকের ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা কম।

বাংলাদেশ সময় আজ রাত ৮টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দিল্লি। তবে ভ্রমণঝক্কি আর ক্লান্তির কারণে এই ম্যাচে তার মাঠে নামা হবে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

যদি আজ শেষ পর্যন্ত মাঠে না নামেন, সেক্ষেত্রে দিল্লির হয়ে শুধু লিগ পর্বের শেষ দুটি ম্যাচ খেলার সুযোগ হতে পারে মোস্তাফিজের। সে দুই ম্যাচে দিল্লির প্রতিপক্ষ যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স (২১ মে) এবং পাঞ্জাব কিংস (২৪ মে)।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0