Logo

উইলিয়ামসের সেঞ্চুরি, দলকে একাই টানছেন

দক্ষিণ আফ্রিকার করা ৪১৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৮ রানেই ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর দলের হাল ধরেন সাবেক অধিনায়ক সেন উইলিয়ামস ও বর্তমান অধিনায়ক ক্রেগ আরভিন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ঘরের মাঠেই জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে টপাটপ উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার করা ৪১৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৮ রানেই ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর দলের হাল ধরেন সাবেক অধিনায়ক সেন উইলিয়ামস ও বর্তমান অধিনায়ক ক্রেগ আরভিন। তৃতীয় উইকেটে তারা ৯১ রানের জুটি গড়েন।

তাদের এই জুটিতে দেড়শ ছাড়িয়ে যায় জিম্বাবুয়ে। একটা পর্যায়ে ২ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১১৯ রান। এরপর তৃতীয় উইকেটে তারা ৯১ রানের জুটি গড়েন।

দলীয় ১৬৭ রানে আউট হন ক্রেগ আরভিন। তিনি ৯০ বলে চার বাউন্ডারিতে ৩৬ রান করে ফেরেন।

ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন সেন উইলিয়ামস। তিনি ১২২ বল মোকাবেলা করে ৭টি বাউন্ডারির সাহায্যে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন।

দ্বিতীয় দিনের চা পান বিরতির আগে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২১২ রান। ১১৪ রানে অপরাজিত আছেন সেন উইলিয়ামস। ৪ রানে অপরাজিত আছেন ওয়েলিংটন মাসাকাদজা।

টেস্ট অভিষেকে দেড়শ রানের রেকর্ড গড়েন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (১৫৩)। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে সেঞ্চুরি করেন কর্বিন বশ (১০০)।

এই দুই তারকার সেঞ্চুরিতে ভর করে প্রথম দিনেই চারশ ছাড়িয়ে ৯ উইকেটে ৪১৯ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0