Logo

আইন বাতিল না হলে বুধবার ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি ইসি কর্মকর্তা-কর্মচারীদের

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারের (১৯ মার্চ) মধ্যে দাবি পূরণ না হলে বুধবার (২০ মার্চ) ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি পালন করবেন তারা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। সকাল ১১টা থেকে দুই ঘণ্টার এ কর্মসূচির কারণে এনআইডি সেবা বন্ধ রাখা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা \ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না\, \ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়\, \ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি\-সহ নানা স্লোগান দেন।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, \আগামী ১৯ মার্চের মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে ২০ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি পালন করা হবে।\

সরকার এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে পৃথক কমিশন করার সিদ্ধান্ত নেওয়ায় এর প্রতিবাদ জানিয়ে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা।