স্পোর্টস ডেস্ক
ঢাকা: কার্লো আনচেলত্তি থাকছেন না রিয়াল মাদ্রিদের কোচের পদে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আপাতত এটা নিশ্চিত হয়েই আছে। রিয়াল মাদ্রিদও এখন রয়েছে নতুন কোচের খোঁজে। লস ব্লাঙ্কোসদের পরের কোচ নিয়ে চলছে নানা আলোচনা। আর তাতে এবার যুক্ত হয়েছে এমন এক নাম, যা রীতিমত বিস্ময় জাগানিয়া।
শুরু থেকেই রিয়ালদের পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা গিয়েছিল বায়ার লেভারকুসেনের জাবি আলোনসোর নাম। রিয়ালের হয়ে খেলেছিলেন, দলটির হয়ে সবরকমের সাফল্যই পেয়েছিলেন। এছাড়া স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাও আছে জাবি আলোনসোর। কোচ হিসেবে বায়ার লেভারকুসেনকে নিইয়ে গেছেন অন্য এক উচ্চতায়।
একাধিক স্প্যানিশ গণমাধ্যমও নিশ্চিত করেছিল, জাবি আলোনসোই আসছেন রিয়াল মাদ্রিদের ডাগআউটে। কিন্তু নাটকীয়তার অঙ্কে যুক্ত হয়েছে নতুন এক নামও। কার্লো আনচেলত্তির পর রিয়াল মাদ্রিদের ভাবনায় আছেন আরও এক ইতালিয়ান কোচ। তিনি একেবারেই অপরিচিত নন। বরং ইতালিয়ান লিগে বেশ পরীক্ষিত নাম। জুভেন্টাসের সাবেক কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দিকেই নজর রিয়াল মাদ্রিদের।
কোচ হিসেবে অ্যালেগ্রি বেশ পরিপক্ব। তার অধীনে থেকেই জুভেন্টাস ইতালিয়ান লিগে একক আধিপত্য বিস্তার করেছিল। ৫৭ বছর বয়েসী অ্যালেগ্রি ৬ বার ইতালিয়ান সিরিআ জিতিয়েছেন জুভেন্টাসকে। আছে অন্যান্য ঘরোপা শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দলকে তুলেছিলেন। তবে ২০১৫ সালে বার্সেলোনা এবং ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয় তার দলকে।
মূলত দল পরিচালনায় অ্যালেগ্রির অভিজ্ঞতার কারণেই তাকে বিবেচনায় রাখা হচ্ছে বলে জানিয়েছে স্পেনের একাধিক গণমাধ্যম। তাদের ভাষ্য, ড্রেসিংরুমে একাধিক বড় তারকার উপস্থিতি সামাল দেয়ার অভিজ্ঞতা আছে অ্যালেগ্রির। এছাড়া রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও নাকি জাবি আলোনসোর অভিজ্ঞতা কম থাকাকে মূল্যায়ন করছেন।
সেদিক থেকে অ্যালেগ্রি অনেকটাই এগিয়ে থাকবেন রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে সেটা প্রায় অনায়াসে বলা চলে। যদিও এখন পর্যন্ত এই গুঞ্জন খুব শক্ত হয়ে ওঠেনি। এছাড়া রিয়াল মাদ্রিদ সত্যিকার অর্থেই পূর্ণকালীন কোচ নিয়োগের পথে হাঁটবে কি না, তা নিয়েও আছে প্রশ্ন।
বাংলাফ্লো/এসও
Comments 0