বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: গ্রেপ্তার করে হাত ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন করা পুলিশ অফিসারের বিরুদ্ধে এবং অপরাধীর বিচার নিশ্চিতে ভুক্তভোগী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি। এসময় তার সঙ্গে বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।
গণঅভ্যুত্থান চলাকালে ড্রোন দিয়ে নজরদারি, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে এসেছেন বলেও জানান রাশেদ খান।
তিনি জানান, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে রাশেদ খানকে গ্রেপ্তার করে হাত ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন করে এই পুলিশ অফিসার। এই জঘন্য অপরাধীর যাতে বিচার নিশ্চিত হয়, সেজন্য ভুক্তভোগী হিসেবে অভিযোগ দাখিল করতে এসেছেন।
বাংলাফ্লো/এসএস
Comments 0