Logo

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ এনসিপির

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে এনসিপির নেতাকর্মীরা শাহবাগ অবরোধ শুরু করেন।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যুমনার সামনের সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা দেন এনসিপির মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন,আমরা এখন থেকে রাস্তা ব্লক করব।আমরা এখান থেকে গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হবে না,ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না।

পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি মিছিলসহ শাহবাগের গিয়ে অবস্থান নেয় এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সড়ক ব্লক করে তারা।

এর আগে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ। রাতভর চলে এ কর্মসূচি।

সকালে সেখান থেকে সরে গিয়ে ‘জমায়েত মঞ্চের’ সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

আজ দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফোয়ারার সামনে ‘জমায়েত মঞ্চ’ করা হয়েছে। সেখানে গিয়ে বিক্ষোভ করেন তারা।

বাংলাফ্লো/এসএস

Leave a Comment

Comments 0