Logo

বাংলাদেশে পৌঁছালেন হামজা চৌধুরী, জাতীয় দলে যোগদানের অপেক্ষা

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলে খেলতে দেশে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলে খেলতে দেশে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা। তার আগমনের খবর পেয়ে সিলেট বিমানবন্দরের বাইরে সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা যায়। কেউ ব্যানার হাতে, কেউবা শুধুই এক ঝলক দেখতে অপেক্ষায় ছিলেন।

হামজা এর আগে বাংলাদেশে এলেও এবারের সফরটি তার জন্য বিশেষ। কারণ, প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে এসেছেন তিনি। এ সফরে তার সঙ্গে রয়েছেন তার মা, স্ত্রী ও সন্তানরা।

বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে পরিবারের সঙ্গে সময় কাটাতে যাবেন হামজা। তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

আগামীকাল ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ২৫ মার্চ ভারতের বিপক্ষে হতে পারে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলে অভিষেক।